হুয়াওয়ের অ্যাপগ্যালারিতে মাসে ৫৩ কোটির অধিক ব্যবহারকারী

২ মার্চ, ২০২১ ০১:১৩  
হুয়াওয়ে তাদের অ্যাপগ্যালারির সর্বশেষ আপডেট প্রকাশ করেছে। অ্যাপগ্যালারি মূলত প্রতিষ্ঠানটির ইন-হাউজ ইকোসিস্টেমের প্রাণ বলা চলে। আর এতে বর্তমানে প্রতিমাসে ৫৩ কোটির অধিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে। ইন-অ্যাপ ডিস্ট্রিবিউশনে গত বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৮৩ শতাংশ। হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ জানিয়েছেন এই সংখ্যাগুলো প্রকাশ করেছেন। সেখানে বলা হয়, বর্তমানে অ্যাপগ্যালারিতে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরিতে বর্তমানে ২৩ লাখের অধিক নিবন্ধিত ডেভেলপার কাজ করছেন। এই সংখ্যাটি ২০১৯ সালের তুলনায় ৭৭ শতাংশ বেশি। হুয়াওয়ে স্থানীয় ও আন্তর্জাতিক ডেভেলপারদের সাথে কাজ করছে। বর্তমানে পাঁচটি অঞ্চলের ৪২টি বাজারে ১০ লাখের অধিক ব্যবহারকারী রয়েছে। গত এক বছরে এইচএমএস কোরের জন্য তৈরি অ্যাপের সংখ্যা দ্বিগুন হয়েছে। যদিও সংখ্যা সবকিছু নয়, তবে বিশ্বব্যাপী বৃহৎ সংখ্যক ডেভেলপারের সংযুক্ত থাকা প্লাটফর্মটির জন্য অনেক বড় বিষয়। এতে নতুন নতুন উদ্ভাবন ও উন্নত গ্রাহক অভিজ্ঞতা প্রদান সম্ভব হয়। ডিবিটেক/বিএমটি